দেবহাটা

দেবহাটার বহেরা টু কুলিয়া ব্রীজ রাস্তাটির এখন বেহাল দশা

By Daily Satkhira

April 09, 2018

কুলিয়া প্রতিবেদক: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা বাজার থেকে কুলিয়া ব্রীজ পর্য়ন্ত রাস্তাটি খানা-খন্দক, গর্ত, ভাঙ্গল এত বেশী পরিমান যে, যান চলাচল তো দুরের কথা হেঁটে চলাচলও ভীষন ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সাতক্ষীরায় ওবায়দুল কাদেরের আগমনের ফলে পুষ্পকাটি ভাটা থেকে বহেরা বাজার পর্যন্ত ১কি:মি রাস্তা ও কুলিয়া ব্রীজ থেকে কুলিয়া বাজার পর্যন্ত কোনভাবেই নেপে মুছে কাজ হয়েছিল এই ঢেউ খেলা রাস্তাটি। কিন্তু মাঝখানের ১কি:মি রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই সড়কটির অবস্থা দীর্ঘ দিন থেকে খারাপ হলেও কোন সংস্কার হয়নি। আর এ সড়কে ছোট-বড় সড়ক দূর্ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রায়ই দুই একটি ঢাকা পরিবহন, যাত্রীবাহি বাস, মালবাহি ট্রাক, নছিমন, ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যান ও মোটরসাইকেল ভেঙ্গে অকেজো হয়ে পড়ে থাকে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি এখনই সংস্কার করা না হলে কিছুদিনের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। বিশেষ করে বর্ষায় রাস্তার দুরবস্থার শেষ নেই। আর আগামী বর্ষা মৌসুম তো আছেই। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে গর্তগুলো একাকার হয়ে যায়। কোথাও কোথাও গর্তের পরিমাণ আরো বেশি। সড়ক ও জনপদ বিভাগ পিচ রাস্তার উপর শুকনো ইট দিয়ে দায়সারা সংস্কার করেছে মাঝে মধ্যে। বৃষ্টি না হলে ধুলা আর বৃষ্টি হলে কাদা। এভাবেই যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস। কিন্তু কারো কোন পদক্ষেপ নেই। ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তা সংস্কারের অর্থ যাচ্ছে কোথায়? সাতক্ষীরা সড়ক ও জনপথের অধীনে এ রাস্তাটি কাপেটিং-এর পাঁকা রাস্তা হলেও কোথাও কোথাও দেখা মেলেনা পিচের নমুনা। এমনকি এই ৩ কিলোমিটার সড়কের দু’পাশে কলেজ, কয়েকটি হাইস্কুল, মাদ্রাসা ও প্রাইমারী স্কুল প্রতিষ্ঠিত হওয়ায় কয়েক’শ শিক্ষকসহ হাজার হাজার ছাত্র-ছাত্রী চলাচলে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছে। এমনকি বর্ষার সময় রাস্তায় জমে থাকা পানির ছিটকে অনেকের জামা-কাপড় নষ্ট হচ্ছে। আবার বর্ষা যদি না হয় তাহলে রাস্তার দুই ধারে বসবাসকারী লোকজন ধুলাই রোগগ্রস্থ হয়ে পড়ছে। সংস্কারের অভাবে বর্তমানে যান চলাচল হুমকির মুখে। একান্ত বাধ্য হয়ে জনগন যাতায়াত করলেও তাদের ভোগান্তি যেন শেষ নেই। রাস্তাটি এখন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তাই রাস্তাটি সংস্কার করা অত্যন্ত জরুরী ও সময়ের দাবি।