সাতক্ষীরা

লাবসায় বসত বাড়ি ভাংচুরের ঘটনায় থানা অভিযোগ

By daily satkhira

April 09, 2018

নিজস্ব প্রতিবেদক : লাবসায় দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল করতে বসত বাড়িতে প্রবেশ করে বাড়ি, ঘর, সীমানা পিলার ভাংচুর ও খুন জখমের হুমকির ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী সম্পত্তির মালিক বাদী সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাগেছে, লাবসা দপ্তরীপাড়া এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে আরশাদ আলী দীর্ঘদিন লাবসা মৌজায় পৈত্রিক সম্পত্তিতে বসবাস করে আসছিলেন। কিন্তু উক্ত সম্পত্তির উপর নজর পড়ে চিহ্নিত ভূমিদস্যু সদর উপজেলার শিমুল বাড়ীয়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মোশারফ হোসেন,লাবসা দপ্তরীপাড়া এলাকার আবুল কালামের ছেলে ছলেমান সরদার, মৃত জহির উদ্দীনের ছেলে আবুল কালাম এবং আবুল কালামের ছেলে হাফিজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের। তারা আমার পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল করতে মরিয়া হয়ে ওঠে। এর ধরে গত ৮ এপ্রিল ২০১৮ তারিখে দুপুর সাড়ে ১২টার দিকে তারা দলবদ্ধ হয়ে অবৈধভাবে আমার বসতবাড়িতে প্রবেশ করে বাড়ি ঘর, সীমানা পিলার ভাংচুর শুরু করে। আমি প্রতিবাদ করতে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র নিয়ে আমাকে তাড়া করলে আমি পালিয়ে জীবনে রক্ষা পাই। এসময় তারা আমাকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় ভুক্তভোগী আরশাদ আলী উক্ত ভুমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।