আশাশুনি

আশাশুনিতে পল্লী চিকিৎসকের স্ত্রী আর নেই

By daily satkhira

April 09, 2018

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটি বাজারের বিশিষ্ট পল্লী চিকিৎসক ও কুল্যা ইউনিয়নের কচুয়া (হামকুড়া) গ্রামের মৃতঃ ডাঃ জাফর আলী সরদারের পুত্র ডাঃ আনিছুর রহমানের স্ত্রী মাহমুদা বেগম সোমবার রাত ৩.৪০ টায় নিজস্ব বাসবভনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্বামী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুর ২ টায় কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাজায় ইমামতি করেন আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ খুলনা সাংগঠনিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওঃ জাহাঙ্গীর আলম। এসময় কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম, কাদাকাটি ইউপি’র সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়ল, কুল্যা ইউনিয়ন আ’লীগ সম্পাদক আবু সাঈদ ঢালী, সাবেক মেম্বর আঃ হান্নান সরদার, আশাশুনি সরকারী কলেজের অধ্যাপক আলহাজ্ব মাওঃ হাবিবুল্লাহ বাহার, কাদাকাটি আইডিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকলাছুর রহমান, কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক, কচুয়া আহলে হাদীস জামে মসজিদের খতিব মাওঃ আহসানউল্লাহ, মেম্বার রফিকুল ইসলাম পান্না, তরুনলীগ নেতা ওমর ছাকী পলাশ সহ শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।