খেলা

রাজস্থানকে উড়িয়ে দিয়ে সাকিবদের যাত্রা শুরু

By Daily Satkhira

April 10, 2018

রাজস্থান রয়্যালসকে অল্প রানেই বেঁধে ফেলেছিল সানরাইজার্স হায়দারাবাদ বোলাররা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শিখর ধাওয়ানের ব্যাটে ভর করে ঘরের মাঠে সহজ জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। নয় উইকেটের বড় জয় দিয়েই আইপিএলে শুরুটা করেছে হায়দরাবাদ।

প্রথমে ব্যাট করা রাজস্থান সাকিব-কাউলদের তোপে পড়ে নয় উইকেট হারিয়ে স্কোরকার্ডে জমা করে ১২৫ রানের সাদামাটা সংগ্রহ। জবাবে নয় উইকেট আর ২৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

শুরুর ম্যাচেই অর্ধশতক হাঁকিয়ে ব্যাট হাতে দলকে জেতানোর মূল ভূমিকাটা পালন করেন উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান। দলীয় মাত্র ছয় রানেই ঋদ্ধিমান সাহা ফিরলেও অধিনায়ক কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন ধাওয়ান। ম্যাচে ওই একটি উইকেটই হারিয়েছিল হায়দরাবাদ।

ধাওয়ান-উইলিয়ামসন দুজন মিলে দ্বিতীয় উইকেটের অবিচ্ছেদ্য জুটিতে তোলেন ১২১ রান। ১৩ চার আর এক ছক্কায় ৫৭ বলে ধাওয়ান অপরাজিত ছিলেন ৭৭ রানে। অন্যদিকে উইলিয়ামসনের সংগ্রহ ছিল হার-না-মানা ৩৬ রান। ম্যাচসেরার পুরস্কারটা গিয়েছে ধাওয়ানের হাতেই।

এর আগে সোমবার সন্ধ্যায় রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছিল হায়দরাবাদ। ইনিংসের তৃতীয় ওভারেই বল হাতে দেখা গিয়েছিল সাকিবকে। তবে প্রথম তিন ওভারে কোনো উইকেটের দেখা পাননি বিশ্বসেরা অলরাউন্ডার।

সানরাইজার্সের জার্সিতে নিজের প্রথম উইকেটটা পেতে সাকিবকে অপেক্ষা করতে হয়েছিল কোটার শেষ ওভার পর্যন্ত। অবশ্য নিজের করা চতুর্থ ওভারে প্রথম উইকেট তুলে নেওয়ার এক বল পরেই সাকিব তুলেছিলেন আরো একটি উইকেট। রাহুল ত্রিপাঠির সাথে দারুণ ব্যাট করা সানজু স্যামসনকেও বাঁহাতি এই স্পিনার ফিরিয়েছেন অর্ধশতক বঞ্চিত হওয়ার স্বাদ দিয়ে।

সবমিলিয়ে চার ওভারে বল করে ২৩ রান খরচায় বাংলাদেশের টি-টোয়েন্টি দলপতি নিয়েছেন দুই উইকেট। ওভারপ্রতি রান দেয়ার হারটা আরও দারুণ, মাত্র ৫.৭৫!

আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে। এ ম্যাচটায় অবশ্য বাংলাদেশি দর্শকদের চোখটা থাকছে আইপিএলেই। কেননা, সানরাইজার্সের সাকিব যে নিজের জাতীয় দলের সতীর্থ মুম্বাই ইন্ডিয়ানসের মুস্তাফিজুর রহমানের মুখোমুখি হতে যাচ্ছেন! ঘরের মাঠে কাটার মাস্টার দলকে আতিথ্য দেবে বিশ্বসেরা অলরাউন্ডারের দল।