আন্তর্জাতিক

মালয়েশিয়ায় মসনদের লড়াইয়ে মাহাথির-নাজিব

By Daily Satkhira

April 10, 2018

মালয়েশিয়ায় মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগেই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন নাজিব তুন রাজ্জাক। এবার ঘোষণা করা হল জাতীয় নির্বাচনের দিনক্ষণও।আগামী ৯ই মে দেশটিতে ভোট অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। তবে এই নির্বাচনে বড় ধরনের চাপের মুখে রয়েছে ক্ষমতাসীন জোটের প্রধানমন্ত্রী নাজিব রাজাক। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, কয়েক শত কোটি ডলার অর্থ দুর্নীতির অভিযোগসহ নানা ইস্যুতে বিপাকে রয়েছে তারা। আর এরই মধ্যে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিরোধীরা। তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার বলে পরিচিত ড. মাহাথির মোহাম্মদ।

মঙ্গলবার মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. হাশিম আবদুল্লাহ এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলিছেন, নির্বাচন কমিশন বৈঠক করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে, পার্লামেন্ট বিলুপ্তির ৬০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। সেই হিসাবে আগামী নির্বাচন হবে ৯ই মে। প্রার্থীদেরকে ২৮ শে এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে হবে। এর ফলে তারা নির্বাচনী প্রচারণার জন্য ১১ দিন সময় পাবেন।