তালা প্রতিনিধি: তালায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দফা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় ৯জনকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে তালা উপজেলার আটারই গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, তালা উপজেলার আটারই গ্রামের মৃত কওছার গাজীর পুত্র আলাউদ্দিন গাজীর সহিত মৃত হেমায়েত গাজীর পুত্র জামাল গাজী মধ্যে পৈত্রিক ৩২ শতক জমি-জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। রবিবার সকালে জামাল গাজী বসতঘর বাঁধতে গেলে উভয় পক্ষের সংঘর্ষে ৪/৫ জন আহত হয়। তাদেরকে চিকিৎসার জন্য তালা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের ভিতরে জামাল গাজী গংদের লোকজন লাঠি-সোটা ও ইট নিয়ে দ্বিতীয় দফায় হামলা করে। এ সময় দু’দফা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে আটারই গ্রামের খলিল গাজী (৫০), আব্দল হক গাজী (৪২), ইয়াছিন গাজী (৪৮) সাইদ সরদার (২২), জামাল গাজী (৫৮), ছকিনা বিবি (৪৫) রুহুল আমীন গাজী (৫৫) আহত অবস্থায় তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে আব্দুল হক গাজীর অবস্থা আশংকা জনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ ঘটনায় তালা থানায় মামলার প্রস্তুতি চলছে। তালা থানা ওসি মোঃ ছগীর মিঞা ঘটনাটির সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।