কালিগঞ্জ

কালিগঞ্জে পানিয়া জনকল্যাণ সমিতির ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা

By Daily Satkhira

April 11, 2018

তরিকুল ইসলাম লাভলু: ‘‘প্রাচীন ঐতিহ্য আমাদের গর্ব, শুদ্ধ সাংস্কৃতিক চর্চাই পারে মৌলবাদ রুখতে’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার পানিয়া জনকল্যাণ সমিতির আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও নববর্ষের অগ্রীম শুভ কামনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকাল ৪ টা থেকে মধ্যরাত পর্যন্ত পানিয়া স্কুল মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিকালে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিশেষ মহড়া ও সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চস্থ করা হয়। পানিয়া জনকল্যান সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক আশেক মেহেদীর সঞ্চালনায় এবং পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাঈদ মেহেদী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম। তিনি বলেন সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত মানুষ গড়া সম্ভব। সকললে সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে। যেমন একসময় এলাকায় বাড়িতে বাড়িতে হারমোনিয়ামের শব্দ পাওয়া যেতো কিন্তু এখন তা আর পাওয়া যায় না। বঙ্গ সংস্কৃতির মাধ্যমে আত্মার অনুসন্ধান করা যায়। তাই সংস্কৃতির অগ্রযাত্রা ধরে রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল, কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও দৈনিক কালের চিত্র পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি শেখ এবাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাহিত্য বি চৌধুরি, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অনিক মেহেদী সহ এলাকার গন্যমান্য ব্যক্তি, পানিয়া জনকল্যান সমিতির সদস্যবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুধি ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদেরকে বরণ করে নেন এলাকার প্রবীন ব্যক্তিত্ব শামসুদ্দীন আহম্মেদ ও মাষ্টার আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে এলাকার শ্রেষ্ঠ কৃষক হিসাবে অতিথিবৃন্দ ইউপি সদস্য ফেরদাউস মোড়লকে পুরস্কার প্রদান করেন। পানিয়া জনকন্যান সমিতির ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী সকল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।