সাতক্ষীরা

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে প্রেস কনফারেন্স

By daily satkhira

November 13, 2016

নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা স্টেডিয়ামে প্রথম বারের মত টিকিট ছাড়াই শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। বর্ণিল আয়োজনে সুর ও ছন্দের হৃদয় ছোয়া আবেশের মধ্যদিয়ে আগামী কাল বিকাল আড়াইটায় পর্দা উঠবে এ টুর্নামেন্টের। খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জমকালো আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এদিকে টুর্নামেন্টকে ঘিরে সাতক্ষীরার স্টেডিয়ামকে সাজানো হয়েছে নান্দনিক রুপে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আকর্ষনীয় সাজে সাজানো হয়েছে পাঁচটি তোরণ। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। রবিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান দেওয়া হয় টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের সভাপতিত্বে সংবাদকর্মীদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এফ এম এহতেশামুল হক। প্রেস ব্রিফিংয়ে বলা হয় এবারের টুর্নামেন্টে থাকছে না কোন বিদেশী খেলোয়াড়ের অংশ গ্রহণ। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান ও সৃজনশীল খেলোয়াড় তৈরি ও দর্শকদের অবারিত বিনোদনের লক্ষ্য নিয়ে টিকিট ছাড়াই সাতক্ষীরার স্টেডিয়ামকে সকল ধরনের দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নারী-পুরুষের জন্য করা হয়েছে আলাদা গ্যালারী। শান্তি বজায় রাখতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ঘরে বসে স্থানীয় স্যাটেলাইটের মাধ্যমে টুর্নামেন্টের সকল খেলা দেখার সুযোগ থাকবে। প্রতিদিন খেলা শুরু আগে ও মধ্যবিরতীতে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার ৭টি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভাকে নিয়ে ৮টি দলকে দুটি গ্র“পে ভাগ করা হয়েছে। লটারির মাধ্যমে ক-গ্র“পে স্থান পেয়েছে, শ্যামনগর উপজেলা, সাতক্ষীরা পৌরসভা, কালিগঞ্জ উপজেলা ও দেবহাটা উপজেলা এবং খ-গ্র“পে স্থান পেয়েছে, সদর উপজেলা, কলারোয়া উপজেলা, আশাশুনি উপজেলা ও তালা উপজেলা। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করবেন দেবহাটা উপজেলা বনাম কালিগঞ্জ উপজেলা ফুটবল একাদশ। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ২৬ শে নভেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্বের গ্র“প লীগ খেলা। ৩০ নভেম্বর ক-গ্র“প চ্যাম্পিয়ান ও খ-গ্র“প রানার্সআপ এর প্রথম সেমিফাইনাল এবং ১লা ডিসেম্বর খ-গ্র“প চ্যাম্পিয়ান ও ক-গ্র“প রানার্সআপ এর মধ্যে ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে ফাইনাল খেলা। এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন সদর আসনের সংসদ মীর মোস্তাক আহমেদ রবি। উল্লেখ্য, এই খেলায় ১ম রাউন্ড ও ২য় সেমিফাইনাল খেলার মধ্যবর্তী সময় আগামী ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেমনের আয়োজনে ও ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল (অ-১৪) ফুটবল টুর্নামেন্ট এর আঞ্চলিক পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় সাতক্ষীরা জেলা, খুলনা জেলা, পটুয়াখালী জেলা, চুয়াডাঙ্গা জেলা, বরগুনা জেলা ও ঝালকাটি জেলা অংশ গ্রহণ করবেন। খেলায় চ্যাম্পিয়ান দল ঢাকায় চুড়ান্ত পর্বে খেলায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন বলেন, বিদেশী খেলোয়াড়রা আসে পা বাচাঁতে ও খ্যাপ খেলতে। এখন থেকে আর কোন বিদেশী খেলোয়াড় আর সাতক্ষীরায় আসবে না। সাতক্ষীরা থেকে খেলোয়াড় বিদেশে খেলতে যাবে। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিসুর রহমান, জেলা ফুটবল এসোসিয়শনের সভাপতি ও টুর্নামেন্টের সদস্য সচিব ইঞ্জি: সিরাজুল খান (সিরাজ), সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, পৌর কাউন্সিলর শেখ শফিকউদ্দৌলা সাগর, ফারহা দিবা খান সাথী, সাংবাদিকবৃন্দ।