জাতীয়

প্রধানমন্ত্রী কোটা সংস্কার নিয়ে কথা বলবেন, সবাই ধৈর্য্য ধরুন: সেতুমন্ত্রী

By Daily Satkhira

April 11, 2018

কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন আপনার সবাই একটু ধর্য ধরুন আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কোটা সংস্কার বিষয়ে কথা বলতে পারেন। আজ বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

কাদের বলেন, আপনারা ধৈর্য ধরুন, প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন। তিনি বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী। তিনি জানেন কি করতে হবে। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলতে পারেন শেখ হাসিনা। এছাড়া যে কোনো স্পর্শকাতর বিষয়ে সরকারে যারা দায়িত্বশীল পদ বা অবস্থানে আছেন তাদের দায়িত্বজ্ঞানহীন কথা বলা ঠিক নয়।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে যারা আক্রমণ করেছে কৃষিমন্ত্রী তাদের উদ্দেশ্যে একথা বলেছেন। এই আন্দোলন কেন্দ্র করে কোনো বিদ্বেষপ্রসূত মনোভাব নিয়ে কেউ যাতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।