দেবহাটা

দেবহাটায় প্রতিবন্ধীদের মানউন্নয়নে মতবিনিময়

By daily satkhira

April 12, 2018

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয় ও সিবিএম’র সহযোগীতায়, বেসরকারী সংস্থা ডিআরআরএ’র পরিচালনায় এবং আস্টেলিয়ান এইডের অর্থায়নে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এমডিএফ বাংলাদেশের ডিসিডি ডাঃ মুবিনা তাবাছুম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঢাকা টাইমস টুয়েন্টি ফোর ডট কমের সাতক্ষীরা প্রতিনিধি এম.বেলাল হোসেন, দৈনিক কালের চিত্রের স্টাফ রিপোর্টার সেলিম হোসেন, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক এমএ মামুন, সাংবাদিক মাসুদুর রহমান, ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন, কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, মনিরুজ্জামান এমএসআই অফিসার এহছানুল করিম প্রমূখ। সভায় সংস্থাটির পক্ষ থেকে বিভিন্ন সেবা সমূহের অর্জন নিয়ে আলোচনার পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য সাংবাদিক ও সংবাদপত্রের ভূমিকা তুলে ধরেন বক্তরা। এছাড়া আগামীতে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার মান বাড়াতে সাংবাদিকদের মতামত গ্রহণ করেন ।