আশাশুনি

প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা নিশ্চত করনে মতবিনিময়

By daily satkhira

November 13, 2016

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সেবা নিশ্চত করনের জন্য সরকারি হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এনজিও এবং অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। ডিআরআরএর সহযোগিতায়, লিলিয়েন ফন্ডস নেদারল্যান্ড এর অর্থায়নে এবং আইডিয়ালের বাস্তবায়নে উক্ত সভা অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১০টায় আইডিয়াল কার্যালয়ে ফিজিও থেরাপিস্ট সুবব্রত বাছাড়ের সভাপতিত্বে ও কমিউনিটি অর্গানাইজার দেবাশীষ চক্রবর্তীর পরিচালনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরেরর ফিল্ড সুপারভাইজার শেখ খায়রুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক বিলাল হোসেন, উত্তরণের সিএম সেলিম আহম্মেদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, এছাড়া আসাদুল ইসলাম, আশুরা আক্তার, মোজাম্মেল প্রমুখ। সভায় প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ ও হ্রাস রোধের উপর বিস্তারিত আলোচনা করা হয়।