দেবহাটা

দেবহাটায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

By Daily Satkhira

April 12, 2018

আসাদুজ্জামান: সাতক্ষীরার দেবহাটা উপজেলাসহ দেশের ১৫ উপজেলায় এক যোগে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মলেন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা সদর-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ হাবিুবর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রবিন্দ্র নাথ দাশ প্রমুখ। সুবিধাভোগী হিসেবে দেবহাটার নবম শ্রেনীর শিক্ষার্থী মৌমিতা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন। এসময় ডা. রুহুল হক এমপি সাতক্ষীরাবাসীকে মেডিকেল কলেজ, বাইপাস সড়কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উপহার দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সাতক্ষীরায় রেললাইন স্থাপনের কাজও দ্রুত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেসে বলেন, “আপনি তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আপনিই এসব উন্নয়ন সাতক্ষীরায় নিয়ে গেছেন।” সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্বাবধানে ৯৩ কোটি টাকা ব্যয়ে ৬০৭ কিলোমিটার নির্মিত লাইনে ৩২ হাজার ৬৮০টি সংযোগ দিয়ে এই শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, দেবহাটা উপজেলায় ২০০৮ সাল পর্যন্ত ৩১ শতাংশ মানুষের কাছে বিদ্যুৎ পৌছেছিল বর্তমান সেখানে সরকার শতভাগ বিদ্যুৎ দিয়েছে। ২০০৮ সালের আগে পর্যন্ত আশাশুনি উপজেলায় ২৬% মানুষের কাছে পৌছেছিল। বর্তমান সরকারের আমালে ৭৬% মানুষের কাছে বিদ্যুৎ পৌছে গেছে। কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে বিএনপি-জামায়াত সরকারের আমলে মাত্র ২৭% মানুষ বিদ্যুতের সুফল পেত বর্তমানে ৮৯ % মানুষ বিদ্যুতের সুফল পাচ্ছেন।