জাতীয়

কোটা পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপন যথাসময়ে- জনপ্রশাসন সচিব

By Daily Satkhira

April 12, 2018

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের বিষয়ে যথাসময়েই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জনপ্রশাসন সচিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের বিষয়ে কথা বলেছেন। আমরা তাঁর বক্তব্য শুনেছি। এখন আমরা প্রধানমন্ত্রীর দপ্তরের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে।’

সব কোটাই বাতিল হবে কি না জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এটাই প্রতীয়মান হয়। তবে তিনি প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পৃথক ব্যবস্থা রাখার কথাও বলেছেন। প্রজ্ঞাপন জারির সময় সব বিষয়ই রাখা হবে।

কবে নাগাদ এ প্রজ্ঞাপন জারি করা হতে পারে—জানতে চাইলে সচিব বলেন, ‘অপেক্ষা করুন। যথাসময়েই প্রজ্ঞাপন জারি হবে।’

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশব্যাপী তুমুল আন্দোলন গড়ে তোলেন। তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার জাতীয় সংসদে বলেন, ‘খুব দুঃখ লাগে দেখলাম, হঠাৎ কোটা সংস্কার নিয়ে আন্দোলন। এ আন্দোলনটা কী? সমস্ত লেখাপড়া বন্ধ করে রাস্তায় বসে থাকা। রাস্তার চলাচল বন্ধ করা। এমনকি হাসপাতালে রোগী যেতে পারছে না। কর্মস্থলে মানুষ যেতে পারছে না। লেখাপড়া বন্ধ। পরীক্ষা বন্ধ। এটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ল।’ তিনি বলেন, ‘যখন চায় না, তাহলে দরকার কী? কোটা পদ্ধতিরই দরকার নাই। যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা প্রতিবন্ধী, তাদের আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দিতে পারব।’

শেখ হাসিনা বলেন, ‘যারা এটা (আন্দোলন) করছে, তারা অনেকে আমার নাতির বয়সী। তাদের কিসে মঙ্গল হবে-না হবে, আমরা কি তা কিছুই বুঝি না? তাদের কিসে ভালো হবে, আমরা তা জানি না?’

কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আজ সকালে চলমান আন্দোলন স্থগিত করেন সাধারণ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা।