ফিচার

সাতক্ষীরায় তীব্র পানি সঙ্কট নিরসনের দাবিতে মানববন্ধন করবে নাগরিক আন্দোলন মঞ্চ

By Daily Satkhira

April 13, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর এলাকায় তীব্র পানি সঙ্কট নিরসন, মানসম্মত ড্রেনেজ ব্যবস্থা ও মশা নিধনের দাবিতে সাতক্ষীরা পৌরসভার সামনে মানববন্ধন করবে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা। শুক্রবার সকাল ১০টায় শহরের মুনজিতপুরে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার এক সভায় এসকল কর্মসূচি গ্রহণ করা হয়। সংগঠনের আহ্বায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সংগঠনের যুগ্ম-আহবায়ক সুধাংশু সরকার, শেখ ওবায়দুস সুলতান বাবলু, নিত্যানন্দ সরকার, মশিউর রহমান পলাশ, স্বপন কুমার শীল, হাফিজুর রহমান মাসুম, মো. মনির হোসেন, আশরাফ কামাল প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আলী নূর খান বাবুল।

সভায় নাগরিক আন্দোলন মঞ্চ যেসকল কর্মসূচি ঘোষণা করেছে তা হলো: আগামী রবিবার ১৫ এপ্রিল সাতক্ষীরার বিভিন্ন বধ্যভূমি ও গণকবর সংরক্ষণ এবং সাতক্ষীরা পৌরসভার রইচপুরে উদ্ধারকৃত ৩০০বিঘা জমি সাতক্ষীরায় সরকারি(পাবলিক) বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। আগামী বুধবার, ১৮ এপ্রিল সাতক্ষীরা পৌর এলাকায় সুপেয় পানির তীব্র সঙ্কট দূর করা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ ও মানসম্মত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এবং মশার উপদ্রব থেকে পৌরবাসীকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পৌরসভার সামনে সকাল ০৯:০০টায় সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী বুধবার, ১৮ এপ্রিল সন্ধ্যায় বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের সাথে মতবিনিময় করা হবে। এ সকল কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সাতক্ষীরার সর্বসাধারণকে নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।