সাতক্ষীরা

পহেলা বৈশাখ উপলক্ষ্যে জেলা পুলিশ সুপারের শুভেচ্ছা

By Daily Satkhira

April 14, 2018

আজ পহেলা বৈশাখ, ১৪২৫। বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বাংলা নববর্ষ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। বাংলা নববর্ষের এই দিনটি বাঙ্গালি জাতিকে এক মহামিলনে রুপান্তরিত করে। নববর্ষের উৎসবেই বাঙ্গালি খুঁজে পায় তার ঐতিহ্য, ইতিহাস এবং গৌরবগাঁথা সংস্কৃতি। এদিনটি বাঙ্গালি জীবনকে প্রবলভাবে আপ্লুত করে এবং পুরাতনকে পেছনে ফেলে সামনে চলার অফুরন্ত অনুপ্রেরণা যোগায়। আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যবসা, উৎসব-পার্বণসহ পারিবারিক ও সামাজিক জীবনে বাংলা সনের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িত। বাঙ্গালি জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই সার্বজনীন। অতীতের সকল বিভেদ ভুলে এবারের বাংলা নববর্ষ সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরো সুসংহত করুক- এই কামনা করি। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে মাদক ও জঙ্গীবাদমুক্ত সোনার বাংলা গড়ব এটাই হোক এবারের নববর্ষের শপথ। বাংলা নববর্ষ সকলের জন্য শুভ ও কল্যাণকর হোক- এই কামনায় সকলকে আবারো বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।

 

শুভেচ্ছান্তে-

(মোঃ সাজ্জাদুর রহমান)

পুলিশ সুপার, সাতক্ষীরা।

পহেলা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ