রাজনীতি

শ্যামনগরে ৫ মামলার আসামি মহসিন মূলক বহাল তবিয়তে

By Daily Satkhira

August 28, 2016

নিজস্ব প্রতিবেদক: ঘেরদখল, চাঁদাবাজিসহ ৫টি মামলার আসামি হয়েও শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন উল মূলক রয়েছেন বহাল তরিয়তে। ইতিমধ্যে পাঁচটি মামলার মধ্যে তিনটি মামলায় পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করেছে বলে জানা গেছে। এতগুলো মামলা নিয়ে কীভাবে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যানের মত পদে বহাল রয়েছেন তা নিয়ে শ্যামনগর উপজেলাবাসীর মধ্যে বইছে রীতিমত আলোচনার ঝড়। সম্প্রতি তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগও দাখিল করেছেন স্থানীয় এক আ.লীগ নেতা। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন উল মূলক পাঁচটি মামলার আসামি হয়েও স্বপদে বহাল থাকায় ঐ নেতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর গত ২০ জানুয়ারি একটি লিখিত আবেদন দাখিল করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাতক্ষীরা জেলা প্রশাসনের স্থানীয় সরকার মন্ত্রাণালয় বরাবর বিষয়টি তদন্ত করে রিপোর্ট পাঠানোর নির্দেশও দেয়া হয়েছে। তিনি দাবি করেন, কোন জনপ্রতিনিধির নামে পুলিশ অভিযোগপত্রও দাখিল করলে এবং আদালত সেটি গ্রহণ করলে তিনি আইন অনুযায়ী আর ওই পদে থাকতে পারেন না। সাতক্ষীরা জেলা প্রশাসনের স্থানীয় সরকার মন্ত্রানালয়ের উপ-পরিচালক মইনুল হোসেন জানান, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলকের বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে এবং সেগুলো বিচারক আমলে নিয়েছেন কিনা এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা জজ কোর্টের পি.পি এড. ওসমান গণির কাছে লিখিতভাবে জানিয়েছি। তিনি এ বিষয়ে এখনও পর্যন্ত আমাদেরকে কিছু জানাননি। তিনি জানানোর পর আমরা এ বিষয়ে রিপোর্ট পাঠাবো স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। সাতক্ষীরা জজ কোর্টের পি.পি এড. ওসমান গণি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আগামিকাল(রবিবার) শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলকের বিরুদ্ধে মামলা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। সূত্র আরো জানায়, ২০০৯ সালে জমিদখলের চেষ্টা ও মারপিটের ঘটনায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার মৃত ছুরমান গাজীর ছেলে ছাত্তার গাজী বাদি হয়ে শ্যামনগর উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত বরকতউল্লাহর ছেলে  মহসিন উল মূলক কে আসামী করে একটি মামলা করেন যার মামলা নং-৮২/২০০৯, তারিখ-২৭/৪/০৯। একই বছরে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার এড. বৃজেন্দ্র নাথ মন্ডলের স্ত্রী চন্দনারানী মন্ডল বাদী হয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত বরকতউল্লাহর ছেলে মহসিন উল মূলক কে আসামী করে একটি মামলা করেন যার মামলা নং-৮৮/২০০৯,তারিখ-১/০৫/০৯। এদিকে ২০১১ সালে সাতক্ষীরা জেলা শহরের সুলতানপুর এলাকার মৃত শেখ নুরুল হকের ছেলে শেখ আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে চাঁদাবাজির ঘটনায় বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত বরকতউল্লাহর ছেলে মহসিন উল মূলকসহ কয়েকজনকে আসামি করে আদালতে একটি মামলা করেন যার মামলা নং-৯১/২০১১, তারিখ-১১/৫/১১। অপরদিকে, ২০১৪ সালে জামায়াত শিবির ও বিএনপি ৩০/৪০জন ক্যাডার বাহিনী নিয়ে এক আওয়ামীলীগ নেতার বাড়ি ভাংচুর করার ঘটনায় একটি মামলা হয়। সাতক্ষীরা থানার মামলা নং-৩০,তারিখ-১৩/১/১৪। উক্ত মামলায় বর্তমান শ্যামনগর উপজেলার ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলকসহ কয়েকজনকে অভিযুক্ত করে তদন্তকারী কর্মকর্তা আদালতে রিপোর্ট প্রদান করেন। এছাড়া শ্যামনগর উপজেলার ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলকসহ কয়েক আসামির বিরুদ্ধে একটি অপহরণ ঘটনার মামলার তদন্ত প্রতিবেদন সাতক্ষীরা আদালতে প্রদান করে সি আই ডি খুলনা জোন। যার সি আর পি মামলা নং- ১১২০/০৮, তারিখ-১৮/০২/০৯। এসব ঘটনায় বর্তমানে শ্যামনগর উপজেলায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সর্বত্রই এখন আলোচিত বিষয় উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলক। স্বাধীনতার স্বপক্ষের শক্তি, এলাকার সাধারণ জনগণের মনে এখন একটাই প্রশ্ন ৫টি মামলার আসামি হয়েও   উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলক কীভাবে স্বপদে বহাল আছেন? এ ব্যাপারে শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মহসিন উল মূলক’র সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বর্তমানে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে শ্যামনগর উপজেলাবাসীর দাবি দ্রুত একাধিক মামলার আসামি উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন উল মূলক’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের।