সাতক্ষীরা

কর অঞ্চলে বকেয়া রাজস্ব আদায়ের লক্ষ্যে বৈশাখ উৎসব

By daily satkhira

April 15, 2018

নিজস্ব প্রতিবেদক : “জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ বিনির্মাণের মাধ্যমে রাজস্ব সংস্কৃতির বিকাশ” প্রতিপাদ্য নিয়ে কর অঞ্চলে বকেয়া রাজস্ব আদায়ের লক্ষ্যে বৈশাখ উৎসব অনুষ্ঠিত হয়েছে। কর অঞ্চল খুলনার সাতক্ষীরা সার্কেল-১৩ এর আয়োজনে এ উৎসবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো ১৫ এপ্রিল সকলকে নিয়ে উৎসব মুখর পরিবেশে রাজস্ব হালখাতা, করদাতাগণের নিকট হতে বকেয়া রাজস্বের চালান ও পে-অর্ডার গ্রহণ এবং সুধীজনকে বই উপহার দেয়া, বৈশাখী উৎসবের ঐতিহ্য অনুযায়ী আপ্যায়ন, বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে আয়কর অফিসগুলো সজ্জিত করণ, আগত অতিথিবৃন্দকে অভ্যর্থনা ও সম্মান জানানো, উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে এ উৎসবে নতুন মাত্রা যোগের জন্য পদক্ষেপ গ্রহণ। রোববার সকাল ৯ টা থেকে উৎসবটি শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। এ দিনে সাতক্ষীরা সার্কেল-১৩ এর সাতক্ষীরা শাখায় ৮লক্ষ ১৫ হাজার টাকা এবং কালিগঞ্জ শাখায় ১লক্ষ ৮৫ হাজার টাকা বকেয়া রাজস্ব আদায় হয়েছে বলে জানাগেছে। উৎসবে আগত করদাতাগণকে উপহার সামগ্রি প্রদান করেন, সাতক্ষীরা সার্কেল-১৩ এর উপ-কর কমিশনার মোঃ শামসুজ্জামান।