সাতক্ষীরা

নানা আয়োজনে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি পহেলা বৈশাখ উদযাপন

By Daily Satkhira

April 15, 2018

নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি পহেলা বৈশাখ উদযাপন করেছে। দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, গ্রাম বাংলার ঐতিহ্য হাডুডু খেলা, লাঠিখেলা, হাড়ীভাঙা, বালিশ চালা, সার্কাস, সঙ্গীত প্রতিযোগীতাসহ দিনব্যাপি বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশেষ খাবারের ব্যবস্থাও করা এবং সবাই একটি নির্দিষ্ট স্থানে মিলিত হয়ে নানান রকম খেলার আয়োজনের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিকালে অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব অনুষ্ঠান উপভোগ করেন, বিজ্ঞ যুগ্ম জেলা দায়রা জজ ২য়- আদালতের বিচারক মোঃ মোখলেছুর রহমান, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আকতারসহ প্রশাসনের উর্দ্ধতন নেতৃবৃন্দ। ওইদিন সন্ধ্যায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন-২। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.আ.ক.ম রেজওয়ান উল্লাহ সবুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ সাদিকুল ইসলাম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি এড. শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক এড. ওসমান গণি(পিপি), নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি এড. গোলাম মোস্তফা-২, কোষাধ্যক্ষ এড. মোঃ জহুরুল হক, সহ-সম্পাদক(লাইব্রেরি) এড. আব্দুর রাজ্জাক, সহ-সম্পাদক(ক্রীড়া ও সংস্কৃতিক) এড. মমতাজুর রহমান মামুন, সহ-সম্পাদিকা (মহিলা বিষয়ক) এড.ফেরদৌসী সুলতানা লতা, কার্যকরী সদস্য এড. রফিকুল ইসলাম রফিক, এড. হাবিব ফেরদৌস শিমুল প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এড. মোঃ জিয়াউর রহমান ও কার্যকরী সদস্য এড. একেএম তৌহিদুর রহমান শাইন।