আশাশুনি

আশাশুনিতে সংখ্যালঘু পরিবারের বসতভিটা জবর দখলের পায়তারা

By daily satkhira

April 16, 2018

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে একটি সংখ্যালঘু পরিবারের বসতভিটা জবর দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে অভিযুক্তদের নামে সংখ্যালঘু রবীন্দ্র নাথ মন্ডল বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ধারার একটি পিটিশন মামলা দায়ের করেছেন (যার নং পি-৫৪৩/১৮)। বিজ্ঞ আদালত ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বজায় রাখতে আশাশুনি থানাকে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে তদন্ত প্রতিবেদনের জন্য আরজি কপি প্রেরণ করেছেন। অভিযোগে প্রকাশ আশাশুনির শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামের মৃত রহমান গাজীর পুত্র কামাল গাজী, পুত্র জাহাঙ্গির গাজী ও মইনুর রহমান সংখ্যালঘু রবীন্দ্র নাথ মন্ডলের ভিটাবাড়ীতে বে-আইনি ভাবে অনুপ্রবেশ করে তাদের উপর হামলা চালিয়ে তাদের ভিটাবাড়ী দখল করতে যায়। স্থানীয়রা প্রতিবাদ করলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় স্থানীয়রা এ প্রতিবেদকে জানান কামাল গাজী কোন দলিল পত্র ছাড়াই গায়ের জোরে বে-আইনি ভাবে সংখ্যালঘুর বসত ভিটা জবর দখল করতে চায়। রবীন্দ্র নাথ মন্ডল তাদের বাঁধা দিতে গেলে তাকে প্রাণে মেরে দেবে বলে হুমকিও দেয় অভিযুক্ত কামাল গাজী ও তার পরিবার। এমতাবস্থায় অসহায় হতদরিদ্র সংখ্যালঘু রবীন্দ্র নাথ মন্ডল ন্যায় বিচার পেতে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট, পূজা উদ্যাপন পরিষদসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা হস্তক্ষেপ কামনা করেছেন।