দেবহাটা

দেবহাটা থানার ওসির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাশ রুটিন বিতরণ

By daily satkhira

April 16, 2018

দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের প্রকাশনায় মাদককে না বলি বাল্য বিবাহকে প্রতিরোধ করি, যে মুখে ডাকি মা সে মুখে মাদককে বলি না এই শ্লোগান ও জঙ্গী-মাদকের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার এই শ্লোগান সম্বলিত ক্লাশ রুটিন দেবহাটা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে সোমবার বিতরণ করেছেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন। সকাল সাড়ে ১০ টায় দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন দেবহাটা বিবিএমপি ইনষ্টিটিউশান পাইলট হাইস্কুলে দশম শ্রেনীর ছাত্রীদেরকে ক্লাশ রুটিন বিতরনের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করেন। এসময় ওসি ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, যৌতুক কে না বলা এবং জঙ্গী ও সন্ত্রাসবাদ মুক্ত সমাজ বির্নিমানে শিক্ষার্থীদের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে সকলকে সম্পৃক্ত থেকে একটি জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত দেশ গড়তে হবে। ওসি তার সরকারী মোবাইল ফোন নম্বর সকল শিক্ষার্থীদেরকে জানিয়ে দেন এবং বলেন, কোথাও কোন সমস্যা দেখলে তারা যেন সরাসরি তাকে ফোন করে জানায়। তিনি তাৎক্ষনিক সে বিষয়ে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে শিক্ষার্থীদেরকে আশ^স্থ করেন। এসময় উক্ত স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী, এসআই উজ্জ্বল কুমার দত্ত, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক কে.এম রেজাউল করিম, এসআই আল আমিন, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, এএসআই আব্দুল গনি আকাশ, এএসআই আমজাদ হোসেন, এএসআই কায়সারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ওসি কাজী কামাল হোসেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও হাদীপুর আহছানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্শীদের মধ্যে ক্লাশ রুটিন বিতরন করেন। হাদীপুর আহছানিয়া দাখিল মাদ্রাসায় বিতরনকালে ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আঃলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান উপস্থিত ছিলেন।