বিনোদন

কবি সুফিয়া কামাল হলের ঘটনায় ২৪ ছাত্রলীগ নেত্রীকে স্থায়ী বহিষ্কার

By Daily Satkhira

April 17, 2018

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ ছাত্রলীগ নেত্রীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে৷ সোমবার (১৬ এপ্রিল) ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় দফতর সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘কবি সুফিয়া কামাল হলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ২৪ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কৃত নেত্রীরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক খালেদা হোসেন মুন, কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সহ-সভাপতি মোর্শেদা খানম, সহ-সভাপতি আতিকা হক স্বর্ণা, সহ-সভাপতি মিরা, সাংগঠনিক সম্পাদক জান্নাতি আক্তার সুমি, সহ-সম্পাদক শ্রাবণী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ছাত্রলীগের শারমিন আক্তার, চারুকলা অনুষদ ছাত্রলীগের উপ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশা, সুদীপ্তা মণ্ডল, অনামিকা দাশ, নাট্যকলা বিভাগ ছাত্রলীগের লিজা, মিথিলা নুসরাত চৈতী; সঙ্গীত বিভাগ ছাত্রলীগের সোনম সীথি, প্রিয়াংকা, প্রভা; নৃবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের শারমিন সুলতানা, উর্দু বিভাগ ছাত্রলীগের মিতু, ভূ-তত্ত্ব বিভাগ ছাত্রলীগের শিলা, জাকিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ছাত্রলীগের মনিরা ও রুনা; শান্তি ও সংঘর্ষ বিভাগ ছাত্রলীগের জুঁই, বাংলা বিভাগ ছাত্রলীগের তানজিলা ও সমাজকল্যাণ বিভাগ ছাত্রলীগের তাজ।

গত মঙ্গলবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলের সভাপতি ইফফাত জাহান এশার বিরুদ্ধে মোর্শেদা খানম নামের এক ছাত্রীকে মারধর করার অভিযোগে ওঠে। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করে৷ এক পর্যায়ে হল সভাপতি এশাকে ছাত্রীরা জুতার মালা গোলায় দেওয়ার অভিযোগ পাওয়া যায়৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ নেত্রীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।