আন্তর্জাতিক

সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা

By Daily Satkhira

April 17, 2018

বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে সোমবার দিবাগত মধ্যরাতে সিরিয়ায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দু’টি বিমানঘাঁটিতে এ হামলা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলার ছবি তাদের টিভিতে প্রচার করেছে সানা।

এ ব্যাপারে সিরিয়ার সামরিক বাহিনীর মিডিয়া উইং ‘ওয়ার মিডিয়া’র পক্ষ থেকে জানানো হয়, সোমবার দিবাগত মধ্যরাতে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলায় সাড়া দিয়েছে। ইসরাইল এসব হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। দু’টি বিমানঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এছাড়া ওয়ার মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, হোমস শহরের মধ্যাঞ্চলে শায়রাত বিমানঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এদের অধিকাংশ নস্যাৎ করে দেয় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ছাড়া, তিনটি ক্ষেপণাস্ত্র দামাস্কের উত্তরে কালামোন অঞ্চলের পূর্বে দুমাইর এলাকার দুমাইর বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া হয়। তবে তিনটিই প্রতিহত করতে সক্ষম হয় সিরিয়া।

এদিকে পেন্টাগনের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘শনিবারের পর ওই এলাকায় যুক্তরাষ্ট্র কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি। সোমবার রাতের হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়।’

তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি সানা। ধারণা করা হচ্ছে, ইসরাইল এ হামলা চালিয়েছে।