সাহিত্য

ক্ষুদে আবৃত্তিকার দিঘীর সাফল্য

By Daily Satkhira

April 17, 2018

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় “ক” বিভাগে সাফানা ফারদিন দিঘী প্রথম হয়েছে। গত সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নির্ধারিত কবিতার নাম ছিল কাজী নজরুল ইসলামের লেখা “খুকি ও কাঠবিড়ালী ”। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন ক্ষুদে আবৃত্তিকার সাফানা ফারদিন দিঘীর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো: জাকির হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ। এছাড়া সেখানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। ক্ষুদে আবৃত্তিকার সাফানা ফারদিন দিঘী সাতক্ষীরা কিন্ডার গার্টেনের কেজি শ্রেণির ছাত্রী। সে সাতক্ষীরার ঐতিহ্যবাহী “বর্ণমালা একাডেমির” নিয়মিত শিক্ষার্থী। দিঘী সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার, ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান ও সাতক্ষীরা ছফুরননেছা মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সেলিনা সুলতানা লিপির মেয়ে।