আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ঐতিহাসিক মুজিব দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচসা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা ফাতেমা জোহরার উপস্থাপনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মিজাবে রহমত, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অরুন কুমার ব্যানার্জি, মাধ্যমিক শিক্ষা অফিসার এম, বাকী বিল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা এমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমবায় কর্মকর্তা আনছারুল আজাদ, হিসাব রক্ষন কর্মকর্তা ইয়াছিন আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সাবেক চেয়ারম্যান সম সেলিম রেজা, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আকাশ হোসেন সহ মুক্তিযোদ্ধা, শিক্ষক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। এছাড়া উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সকাল ৯ টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিদ্যালয় চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, সহকারী শিক্ষক মাওঃ আফসার আলী, অনীল কুমার রায়, নিজামুদ্দীন, নজরুল ইসলাম, অসীম কুমার মন্ডল, অবনী কুমার মন্ডল, ছাবিলুর রাশেদ, ফতেমা খাতুন, আরিফুর রহমান, মিলন কুমার, শিরিনা আক্তার খানম, ফাতিমা খাতুন, রুপনারায়ন রায়, আঃ রহিম প্রমুখ বক্তব্য রাখেন। সহকারী শিক্ষক রসময় মন্ডলের পরিচালনায় এসময় সকল কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ মঙ্গলবার, ১৭ এপ্রিল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।