সাতক্ষীরা

মুন্সিপাড়ায় জামায়াত নেতা মহাসীনের কাছে জিম্মি ২টি সংখ্যালঘু পরিবার

By daily satkhira

April 18, 2018

শহর প্রতিনিধি : শহরের মুন্সিপাড়ায় ২টি সংখ্যালঘু পরিবারের যাতায়াতের পথ নিয়ে এক নতুন খেলায় মেতেছে জামায়াত নেতা মহসীন। কিছু দিন পর পর তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয় ওই সংখ্যালঘু পরিবারের যাতায়াতের রাস্তা। এঘটনায় নিরূপায় হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মুন্সিপাড়া এলাকার কালিপদ দাশের ছেলে সঞ্জয় কুমার দাশ। অভিযোগ সূত্রে ও সরেজমিন ঘুরে জানাগেছে, সঞ্জয় কুমারের পিতা বিগত ৫০/৬০ বছর ধরে মুন্সিপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। গত ২০১২ ডিসেম্বর মাসে তাদের যাতায়াতের জন্য পাশ্ববর্তী মৃত ডাঃ জয়নুল আরা ৩০ হাজার টাকা বিনিময়ে নোটারি পাবলিকের কার্যালয় হতে এফিডেভিটের মাধ্যমে উক্ত রাস্তা দিয়ে চলাচলের অনুমতি প্রদান করেন। তারপর থেকে আমরা প্রায় ৬ বছর উক্ত রাস্তা দিয়ে যাতায়াত করছি। কিন্তু ডা: জয়নুল আরার মৃত্যুর পর তার ছেলে কুখ্যাত জামায়াত নেতা আব্দুল্লাহ আল মহাসিন সাগর উক্ত যাতায়াতের রাস্তা মাঝে মাঝে বন্ধ করে দেন। এঘটনায় স্থানীয় কাউন্সিলর আব্দুস সেলিম ও পৌর মেয়রের মাধ্যমে মিমাংসা করা হলেও কয়েকদিন যেতে না যেতেই মহসীন ওই রাস্তায় একটি গেট নির্মাণ করে আবারো তালা মেরে দেয়। সে সময় প্রতিবেশির সহযোগিতায় তালা খুলে দেন এরপর ওই জামায়াত নেতা মহসীন আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সাতক্ষীরা আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করে। যার নং- ৭৯/২০১৭। এর জের ধরে সোমবার দিবাগত রাতে উক্ত রাস্তায় আবারো তালা লাগিয়ে দেয়। পরদিন সকালে ওই ২ সংখ্যালঘু পরিবারের লোকজন তাদের সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে তালা লাগানো থাকার কারণে সময়মত স্কুলে নিয়ে যেতে পারেননি বলে অভিযোগ করেন সঞ্জয় কুমার স্বপন। বিষয়টি জানতে চাইলে মহসীন বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শণ করছে। এঘটনায় ভুক্তভোগী সঞ্জয় তাদের যাতায়াতের রাস্তা উন্মক্তের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার ও পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।