সাতক্ষীরা

সাতক্ষীরায় পৃথক ঘটনায় স্কুল ছাত্রীসহ দু’ জনের মৃত্যু

By daily satkhira

April 18, 2018

নিজস্ব প্রতিবেদক ঃ পৃথক ঘটনায় পানিতে ডুবে ও বজ্রপাতে এক স্কুল ছাত্রীসহ দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার গোপালপুর ও বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দিকে কলারোয়া উপজেলার কাদপুর গ্রামে এসব ঘটনা ঘটে। মৃতরা হলেন শুভশ্রী মুখার্জী (৬)। সে তালা উপজেলার মাগুরা চরগ্রামের শঙ্কর মুখার্জীর মেয়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী শুভশ্রী মুখার্জী (৬) ও কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের ধুপচাপ সরদারের ছেলে বিল্লাল সরদার (৩৫)। গোপালপুর গ্রামের তপন হালদার জানান, তার জামাতা শঙ্কর মুখার্জী বেনাপোল পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরি করে। এ জন্য নাতনি শুভশ্রী মুখার্জীকে এবার তার কাছে রেখে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি করে দেন। বুধবার সকাল ৮টার দিকে তিনি বাড়ির পাশে গোপালপুর খালে স্নান করতে গেলে শুভশ্রী তার সঙ্গে যায়। স্নান করার একপর্যায়ে তিনি শুভশ্রীকে না পেয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে না পেয়ে খালে সন্ধান চালানোর একপর্যায়ে কয়েকজন জেলের সহায়তায় শুভশ্রীকে কাদা-জলের মধ্যে দাঁড়ানো মুমুর্ষ অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন। কলারোয়ার চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে স্ত্রী আছিয়া খাতুনকে নিয়ে অন্যের খেতে পটলের ফুল ছোঁয়াচ্ছিলেন কাদপুর গ্রামের বিল্লাল সরদার। এ সময় আকষ্মিক বজ্রপাতে বেল্লাল মারা যায়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, শুভশ্রীর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, নিহত বিল্লালের লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।#