ভিন্ন স্বা‌দের খবর

মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল ভারতে- ত্রিপুরার মুখ্যমন্ত্রী

By Daily Satkhira

April 18, 2018

লক্ষ বছর আগে ভারতেই প্রথম ইন্টারনেটের আবির্ভাব ঘটেছিল বলে জানিয়েছেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

আগরতলায় ডিজিটাল পদ্ধতিতে রেশন শপ চালানোর ব্যাপারে একটি কর্মশালার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মাঠে না গিয়েও যুদ্ধের সম্পুর্ণ বিবরণ ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন। এটার মানে হল, তখনও আমাদের দেশে ইন্টারনেট প্রযুক্তি ছিল।’’ ভারতে বহু দিন আগে উপগ্রহের অস্তিত্বের কথাও জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

বিপ্লব বলেন, ‘‘আমি গর্বিত যে, আমি এমন এক দেশে জন্ম নিয়েছি যা প্রযুক্তির ক্ষেত্রে অনেক উন্নত।’’