সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান

By daily satkhira

November 14, 2016

নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ নূর হোসেন (সজল)। মোহাম্মদ নূর হোসেন (সজল) ঢাকার মুন্সিগঞ্জে জেলার বিক্রমপুর ১৯৭৯ সালের ২০ জুলাই জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম শেখ কালাম মিয়া ও মাতা মিসেস সখিনা শেখ। ৪ ভাই ও ১ বোনের মধ্যে তিনি চতুর্থ সন্তান। বৈবাহিক জীবনে তার একমাত্র কন্যা সন্তান নুসাইবা নুর। স্ত্রী ফারহা মামুন গাজীপুর জেলার যুগ্ম জেলা জজ হিসেবে কর্মরত রয়েছেন। ১৯৯৪ সালে তিনি শ্রীনগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৬ সালে শ্রীনগর সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাশ করেন। পরবর্তীতে ২৫তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্টেট হিসেবে যোগদান করেন। গত ১০ নভেম্বর বৃহস্পতিবার তিনি সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নেত্রকোনা জেলার পুর্বধলা উপজেলায় কর্মরত ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর হোসেন (সজল) বলেন, সাতক্ষীরা সদর উপজেলায় ইউএনও হিসেবে আমার ২য় কর্মস্থল। সদর উপজেলার পূর্ববর্তী ইউএনও’র সকল উন্নয়নমূলক ও ইতিবাচক ইনোভেশন গুলো ধরে রেখে আরো নতুন নতুন ইনোভেশন নিয়ে উপজেলার সামগ্রীক উন্নয়নে কাজ করবো এবং জনকল্যানমূলক সরকারি সেবা প্রদান করবো।