পলাশ দেবনাথ, নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরে কাল বৈশাখী ঝড়ের তান্ডবে প্রচুর পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার প্রায় সর্বত্রই কম বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার রাত্র ৯টার দিকে শুরু হয়ে প্রায় ১ঘন্টা যাবৎ ঘূর্নিঝড় সহ বৃষ্টি হতে থাকে। এতে বসত ঘর, বোরো ধান, ছোট বড় গাছ, কারেন্টের পোল সহ আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসি। সরেজমিন ঘুরে দেখাযায় নুরনগরের বিভিন্ন এলাকা সহ মানিকপুর এলাকার প্রায় ২০/২৫টি ঘরের চাল উড়ে গেছে। এছাড়া মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কারেন্টের পোল সহ একাধিক বড় ছোট গাছ উপড়ে পড়ে আছে। মানিকপুর ৭নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন আমার এলাকায় গরীব অসহায়দের বসত ঘর ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে, আমি নিজে তাদের তালিকা করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর জমা দিয়েছি। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেন। অন্যদিকে নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী সুবোল রক্ষিত ঝড় চলা কালিন সময়ে স্কুলের একটি গাছের ডাল ভেঙ্গে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে বলে জানা গেছে।