আন্তর্জাতিক

‘চীন, নেপাল ও ভারত স্বাভাবিকভাবেই বন্ধু’

By Daily Satkhira

April 19, 2018

‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রজেক্টকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সম্পর্ক। জানা গেছে, নেপাল হয়ে ভারতের দিকে এগিয়ে আসছে চীনের এই ইকনমিক করিডর। তবে এমন পরিস্থিতিতেও ভারতকে স্বাভাবিক বন্ধু হিসেবেই দেখছে চীন।

হিমালয়ের মধ্যে দিয়ে ভারত-নেপাল-চীন ইকনমিক করিডর তৈরির প্রস্তাব দিয়েছে বেইজিং। চীন ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হওয়ার পরই এই প্রস্তাব দেওয়া হয়ছে। দীর্ঘদিন ধরেই এই বিষয়ে দুই দেশের মধ্যে কথা চলছে। ইতিমধ্যেই দুই দেশ চুক্তিও স্বাক্ষর করেছে।

এ ব্যাপারে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লি বলেন, ‘চীন, নেপাল ও ভারত স্বাভাবিকভাবেই বন্ধু। আমাদের দেশ নদী ও পাহাড় দিয়ে যুক্ত। পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, এই তিন দেশের সম্পর্ক কোনোদিনই পাল্টাবে না।’

উল্লেখ্য, কিছুদিন আগেই চীনের সাহায্যে এবার ইন্টারনেটের সুবিধা নেওয়ার ব্যবস্থা করেছে নেপাল। ইন্টারনেট পরিষেবার জন্য তারা চীনা অপটিক্যাল ফাইবারের ব্যবহার করছে। এতদিন সাইবার স্পেসে যোগাযোগের জন্য ভারতের উপর নির্ভরশীল ছিল নেপাল।