কালিগঞ্জ

ভাড়াশিমলায় সিসিটি কমিটির ত্রৈ-মাসিক সভা

By daily satkhira

November 14, 2016

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের সিসিটি কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় রূপান্তর কালিগঞ্জ শাখার আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের সচিব কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বক্তব্য রাখেন রূপান্ত কালিগঞ্জ শাখার এফও সাব্বির আলম। পাচারের শিকার ব্যাক্তিদের সম্বনিত স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক আজকের সাতক্ষীরার কালিগঞ্জ ব্যুরো এস,এম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সংরক্ষিত আসনের সদস্য মনোয়ারা খাতুন, মৌসুমী পারভীন, শিক্ষক ওবায়দুর রহমান, পল্লী চিকিৎসক মীর আব্দুস সাত্তার, আব্দুল আলিম, শাহিন আলম প্রমুখ। সভায় আরো উপস্থিত ছিলেন এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের নিবার্হী পরিচালক আজহারুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম, আরাফাত আলী, আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠাটির সার্বিক সহযোগিতায় ছিলেন রূপান্তরের ওডাব্লউ রায়হান খান।