ভিন্ন স্বা‌দের খবর

৭০০ বছরের বটবৃক্ষকে বাঁচাতে চলছে স্যালাইন!

By Daily Satkhira

April 19, 2018

বয়স ৭০০ বছর গড়িয়ে গেছে। ইতিহাসের গড়েছে, ইতিহাস ভেঙেছে তার সামনেই। যুগের পর যুগ ধরে একাধিক ঘটনা প্রবহমান সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বট বৃক্ষটি। তিন একর জায়গা জুড়ে রয়েছে তার বিস্তৃতী। খ্যাতি আজও অমলিন।

সেই বৃদ্ধ প্রাচীণ বটবৃক্ষের দর্শনে এখনও দূরদূরান্তের পর্যটকরা হাজির হন দক্ষিণ ভারতের একটি রাজ্য তেলঙ্গানার মেহবুবনগরে। কিন্তু বয়সের ভারে ক্রমশ জীর্ণ হয়ে যাচ্ছে সেই বট বৃক্ষের শিকড়। রোগ ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে। তবে প্রাচীন এই বট বৃক্ষকে কোনওভাবেই ছাড়তে নারাজ মেহবুবনগর।

তাই রোগ ধরা পড়ার সঙ্গে সঙ্গে বটবৃক্ষের চিকিৎসা শুরু হয়ে গেছে। তাবড় চিকিৎসকরা পরীক্ষা করে গেছেন। শিকড়ে নতুন করে প্রাণ সঞ্চারে চলছে চিকিৎসা। স্যালাইনের বোতলে কীটনাশক ভরে ধীরে ধীরে শিকড়ে প্রবেশ করানো হচ্ছে।

মেহবুব নগরের জেলা শাসক রোনাল্ড রস নিজে তদারকি করছেন চিকিৎসার। তেলঙ্গানার বনদপ্তরের এক কর্মকর্তা গত বুধবার সরজমিনে ঘুরে দেখে গিয়েছেন বটবৃক্ষের চিকিৎসা। প্রতিদিনই চলছে খোঁজ খবর নেওয়া সেই বট বৃক্ষের।