আন্তর্জাতিক

আইএসের সঙ্গে যোগাযোগের দায়ে ইরাকে ৩০০ জনের মৃত্যুদণ্ড

By Daily Satkhira

April 19, 2018

সন্ত্রাসবাদী সংগঠন আইএসের সঙ্গে যোগাযোগের অভিযোগে এখনও পর্যন্ত ৩০০ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ইরাকের আদালত৷ সাজাপ্রাপ্তদের মধ্যে অনেক বিদেশিও রয়েছেন৷

সূত্রের খবর, উত্তর ইরাকের মোসুলে এবং বাগদাদের আদালতে সন্দেহভাজনদের নিয়ে মামলা চলে৷ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৯৭ জন নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ এবং ১৮৫ জনকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়েছে৷

ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষ থেকে আবদেল সাত্তার জানান, মোসুলের কাছে একটি আদালতে ২১২জনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে৷ একসময় এই জঙ্গি সংগঠন দেশের এক তৃতীয়াংশে কব্জা করে নিয়েছিল৷ তবে পরবর্তীকালে ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়৷

প্রসঙ্গত, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তুলে ধরা একটি রিপোর্ট থেকে জানা গেছে, ইরাকে ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে নারী এবং শিশুদের ওপর শাস্তিস্বরূপ চলছে যৌন নির্যাতন৷ এমনকি বাড়িও ফিরতে দেওয়া হচ্ছে না তাদের, বিভিন্ন ক্যাম্পে তাদের ওপর চলছে অত্যাচার,

লন্ডনের মানবাধিকার বিষয়ক এই আন্তর্জাতিক বেসরকারী সংস্থা আটটি ক্যাম্পের ৯২ জন মহিলার সাক্ষাৎকারের ওপর ভিত্তি করেই এই রিপোর্ট পেশ করে বলে জানা যায়৷ এই ক্যাম্পে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করা হচ্ছে নারীদের৷ রয়েছে ধর্ষণের হুমকিও৷ অনেকে ধর্ষণের সাক্ষী হয়েছে, কেউবা সেই ভয়াবহ অত্যাচারের চিৎকারও শুনেছে৷