আন্তর্জাতিক

নেপালে এবার রানওয়ে থেকে ছিটকে পড়ল মালয়েশীয় বিমান

By Daily Satkhira

April 20, 2018

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ছিটকে পড়লো মালয়েশিয়ার একটি যাত্রীবাহী প্লেন। তবে যাত্রীরা সবাই অক্ষত ও নিরাপদ আছেন। শুক্রবারের এই দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়েছে সবগুলো বিমানের উড্ডয়ন। বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটের সবগুলো ফ্লাইট। বিমানটিতে মোট ১৩৯ জন যাত্রী ছিলেন।

ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মালিন্দো এয়ার পরিচালিত ‘বোয়িং ৭৩৭’ বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের ঘাসের মধ্যে গিয়ে পড়ে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। ইতোমধ্যে বিমানটিকে উদ্ধার করতে কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে, বিমানটি ছিটকে পড়ার পর সব ফ্লাইটের উড্ডয়ন বাতিল করেছে ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষ। পুনরায় কখন উড্ডয়ন কার্যক্রম শুরু হবে তা জানা যায় নি।

প্রসঙ্গত, মালয়েশীয় বিমানসেবা প্রতিষ্ঠান মালিন্দো এয়ার কুয়ালালামপুর-কাঠমান্ডু রুটে নিয়মিত যাত্রী পরিবহন করে থাকে।

গত ১২ মার্চ কাঠমান্ডুর এই বিমানবন্দরেই অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৭১ আরোহীবাহী একটি প্লেন। এতে পাইলট, কো-পাইলট ও দুই ক্রুসহ মোট ৫১ জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ও নেপালি। তবে বেঁচে গেছেন ২০ জন।