নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের সোনালী অটো গ্যাস ফিলিং স্টেশনে ওমেরা অটো গ্যাস সংযোজনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে সোনালী ফিলিং স্টেশনে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সার্বিক সহযোগীতায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেসার্স সোনালী ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী ও ওমেরা অটো গ্যাসের সাতক্ষীরা এজেন্ট মো. আব্দুর রউফের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক জি.এম নুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম, এড. জহুরুল ইসলাম, শেখ হেলালুজ্জামান, সাবেক ইউপি সদস্য জামাত আলী সরদার প্রমুখ। বক্তারা এসময় বলেন, সাতক্ষীরায় এই প্রথমবারের মত নিয়ে এল ওমেরা অটো গ্যাস। যা অকটেন ও পেট্রোলের চাইতে অর্ধেক খরচে ও দুষণ মুক্ত পরিবেশে যানবহন চালানো যায়। এজন্য এখন থেকে সবাইকে অকটেন ও পেট্রোল ব্যবহার না করে গ্যাস দিয়ে যানবাহন চালানোর আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সামছুল হুদা। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উদ্বোধন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আতাউর রহমান।