সাতক্ষীরা

কুশখালী সীমান্তে বিএসএফের গুলিতে রাখাল নিহত

By daily satkhira

November 15, 2016

নিজস্ব প্রতিবেদক: কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক রাখাল নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন আরেক রাখাল। মঙ্গলবার ভোরে এসব ঘটনা ঘটে। নিহত রাখালের নাম মো. মোসলেম উদ্দিন (৩২) বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তিনি সদর উপজেলার পাঁচরকী  গ্রামের জোহর আলীর ছেলে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি। বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান জানান, প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে যে কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের ১০০ গজ ভেতরে আমুদিয়ায় মেইন পিলার ১১-এর সাবপিলার ৭-এর কাছে গুলির ঘটনা ঘটে। তিনি জানান, নিহত ব্যক্তি ভারতীয় গরু নিয়ে আসছিলেন বলে বলে জানা গেছে। তবে তিনি ভারতীয় নাকি বাংলাদেশি, তা এখনো পরিষ্কার নয়। বিজিবির কুশখালী সীমান্ত চৌকির (বিওপি) সুবেদার মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার ভোরে কয়েকজন চোরাচালানি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিএসএফ তাদের চ্যালেঞ্জ করে গুলি ছোড়ে। এতে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একই সময়ে আরো একজন গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে। সুবেদার আরো জানান, একজন নিহত হওয়ার ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।