খেলা

সাকিবদের সামনে ১৮৩ রানের টার্গেট

By Daily Satkhira

April 22, 2018

৬ ওভার শেষে দলটির রান ছিল ২ উইকেটে মাত্র ২৭। ১০ ওভার শেষে সেই স্কোরটা দাঁড়ায় ৫৪/২। পর পর দুই উইকেট হারিয়ে বিপাকে ছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু সেখান থেকে দলকে দারুণভাবে সামনে এগিয়ে নিলেন আম্বাতি রাইডু ও সুরেশ রায়না।

এই দুজনের ব্যাটে ভর করে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে চেন্নাই। ৩ উইকেটে ১৮২ রান করেছে এমএস ধোনির দল।

ইনিংসের ১৭তম ওভারে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন রাইডু। তবে আউট হওয়ার আগে ৯ চার এবং ৪ ছক্কার মারে মাত্র ৩৭ বলে ৭৯ রান করেন তিনি। রাইডু ফিরে যাওয়ার পরের ২০ বল থেকে আরো ৩৮ রান যোগ করেন সুরেশ রায়না এবং মহেন্দ্র সিং ধোনি।

তিন নম্বরে নেমে ৫ চার এবং ২ ছক্কার মারে ৫৩ রানে অপরাজিত থাকেন রায়না। অপরপ্রান্তে মাত্র ১২ বলে ৩টি চার এবং ১টি ছক্কার মারে ২৫ রানের ইনিংস খেলেন ধোনি। বল হাতে ৪ ওভার করে ৩২ রান খরচ করেও উইকেট পাননি সাকিব আল হাসান। ১টি করে উইকেট দখল করেন রশিদ খান এবং ভুবনেশ্বর কুমার।