কলারোয়া

কলারোয়ায় জাসদের সম্মেলন অনুষ্ঠিত

By Daily Satkhira

April 23, 2018

কলারোয়া প্রতিনিধি: শ্রমজীবী-কর্মজীবী- পেশাজীবী জনগণ এক হও এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে কলারোয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পাবলিক ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন- উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন- জাসদের কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. রবিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন- জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দীন মোল্লা. জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতানা বাবলু, সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কার শেলী, দৈনিক দক্ষিনে মশালের সম্পাদক আশিক-ই-লাইহি, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক।