খেলা

মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল

By Daily Satkhira

November 15, 2016

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাই ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্যস্ত সময় পার করছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি এবং স্পেন। প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় জার্মানি-ইতালি’র, ২টায় ইংল্যান্ড স্পেনের এবং রাশিয়া রুমানিয়ার মুখোমুখি হবে। ওদিকে, বিশ্বকাপে লাতিন অঞ্চলের বাছাই পর্বে বুধবার ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনা-কলম্বিয়া এবং সকাল সোয়া ৮টায় শুরু হবে ব্রাজিল ও পেরু’র ম্যাচ। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল টানা পাঁচ জয়ে শুধু টেবিলের শীর্ষস্থানেই নয়, দাঁড়িয়ে আছে ৪৭ বছরের পুরোনো রেকর্ড স্পর্শের দোড়গোড়ায়। পেরু’র সঙ্গে অ্যাওয়ে ম্যাচটি জিতলে বাছাই পর্বে তাদেরই গড়া টানা ছয় জয়ের রেকর্ড স্পর্শ করবে তারা। ১৯৬৯ সালে একই রেকর্ড গড়েছিলো পেলে’র ব্রাজিল। পরে সেই দলটিই ১৯৭০’এ তৃতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে চিরদিনের জন্য জিতে নেয় জুলে রিমে ট্রফি। কোচ টিটে’র রোটেশন থিউরি অনুযায়ী নেইমার নন, এ ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন মিডফিল্ডার ফার্নানদিনিয়ো। আর, নিজেদের মাঠ সান জুয়ানে আর্জেন্টিনার প্রতিপক্ষ তাদের কোচ পেক্যারম্যানের কলম্বিয়া। জিতলে আর্জেন্টিরা ষষ্ঠ থেকে পঞ্চম এমনকি চতুর্থ স্থানেও চলে যেতে পারে। আর তা হলে সমর্থকরাও হতে পারে টেনশনমুক্ত।