রাজনীতি

আমার কোনও বিদেশি পাসপোর্ট নেই: সজীব ওয়াজেদ জয়

By Daily Satkhira

April 24, 2018

কোনও বিদেশি পাসপোর্ট ব্যবহার করেন না সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলেও গর্বের সঙ্গে সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই তিনি যাতায়াত করেন। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা জয় এসব কথা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাংলাদেশি পাসপোর্ট ফেরত দিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এ নিয়ে করা সংবাদ সম্মেলনের একটি খবর ফেসবুকে শেয়ার দিয়ে জয় বলেন, ‘সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনও বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।’

ওই ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, ‘বিএনপি সম্পূর্ণরূপে একটি অসৎ দলে পরিণত হয়েছে। তাদের কোনও কথাই আর বিশ্বাসযোগ্য না। এই সংবাদে আপনারা দেখতে পাবেন তারেক রহমান ও তার পরিবারের পাসপোর্টগুলোর কপি যা লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে হস্তান্তর করা হয়।’

এর আগে, সোমবার (২৩ এপ্রিল) নিজের গুলশানের বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেখানে তিনি বলেন, ‘২০১৪ সালের ১০ জুন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারেক রহমান ও তার পরিবারের পাসপোর্ট লন্ডনে বাংলাদেশ দূতাবাসে ফেরত পাঠানো হয়।’ তাদের (তারেক রহমান, জোবাইদা রহমান ও রাইমা) কারও কাছে কোনও ট্রাভেল ডকুমেন্ট নেই, যা দিয়ে তারা বাংলাদেশ আসতে পারবে।’