শ্যামনগর

সুন্দরবনে রাশ মেলাকে কেন্দ্র করে ২০ লাখ টাকা রাজস্ব আদায়

By daily satkhira

November 15, 2016

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনে দুবলার চরে রাশ মেলা শেষ হয়েছে। প্রতিবছর বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা নয়নাভিরাম দুবলার চরে রাশমেলা উপলক্ষে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের মিলন মেলায় পরিনত হয়। ৩ দিন ব্যাপী রাশ মেলাকে কেন্দ্র করে অন্যান্য বছরের তুলনায় বেশি সংখ্যক দর্শনার্থী ও পূর্ণার্থী দুবলার চলে প্রবেশ করে এবং আশানুরুপ রাজস্ব আদায় হয়েছে তথ্য সংশ্লিষ্ঠ বন বিভাগের। সাতক্ষীরা সহকারী বনরক্ষক (এসিএফ) মাকসুদুল আলম জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নিদ্ধারিত ৪টি রুট দিয়ে ৪ হাজার ৩০৯ জন দর্শনার্থী ও পূর্ণার্থী দুবলার চরে প্রবেশ করে। তন্মধ্যে কদমতলা ষ্টেশন অফিস হতে ২১টি ট্রলারে ৬০৫ জনের কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা, কোবাতক ষ্টেশন অফিস থেকে ২২ টি ট্রলারে ৮৬৫ জনের কাছ থেকে ১ লাখ ৬৭ হজার ৭৩০ টাকা, বুড়িগোয়ালিনী ষ্টেশন অফিস হতে ২০ টি ট্রলারে ৯৩৬ জনের কাছ থেকে ২ লাখ ২৫ হাজার টাকা এবং কৈখালী ষ্টেশন অফিস হতে ৪৮টি ট্রলারে ১হাজার ৯০৩ জনের কাছ থেকে ৫ লাখ ৩৫ হাজার ২ শত টাকা রাজস্ব আদায় করা হয়েছে। অপর দিকে খুলনা রেঞ্জের আওতায় ৩টি রুট দিয়ে ৪ হাজার ৩ জন দর্শনার্থী ও পূর্ণার্থী দুবলার চরে রাশমেলায় প্রবেশ করে। এ সময়ে ১৭৬টি ট্রলারে ৮ লাখ ৪হাজার ৫৯২ টাকা রাজস্ব আদায় করা হয়। সার্বিক বিষয়ে খুলনা বিভাগীয় বনরক্ষক (ডিএফও) সাঈদ আলী জানান, ৬ বাহীনির সমন্বয়ে দুবলার চরে রাশমেলায় দর্শনার্থী ও পূর্ণার্থীদের যথাযথ নিরাপত্তা সহ চোরা শিকারিদের অপতৎপরতা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।