আশাশুনি

সাতক্ষীরার আশাশুনিতে কালবৈশাখী ঝড়ে নিহত-১

By daily satkhira

April 24, 2018

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনিতে কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় বিপুল সংখ্যক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বাঁধ ধসে কয়েকটি মাছের ঘেরও লন্ডভন্ড হয়ে গেছে। সোমবার রাতে রাত দশটার দিকে বয়ে যাওয়া কয়েক মিনিটের এই ঝড়ের পরপরই আশাশুনি উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত বৃদ্ধার নাম রিজিয়া খাতুন (৬০)। তিনি শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের বসির আহমেদের স্ত্রী। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মাগফুরা তাসমিন একজন নিহত হবার কথা স্বীকার করে বলেন, আকস্মিক ঝড়ে কয়েকটি গ্রামের বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত এই সংখ্যা নিরুপন করা যায়নি। তিনি বলেন, ক্ষতিগ্রস্থদের সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান ঝড়ে তার ইউনিয়নের মাড়িয়ালা, শ্রীউলা, বকচর, লাঙ্গলদাঁড়িয়া, কলিমাখালি, রাধার আঁটি, গাজিপুর , মহিষকুড় ও পুঁইজালা গ্রামের বিপুল সংখ্যক বাড়িঘর কম বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সময় বাঁধ ধসে বেশ কয়েকটি মাছের ঘেরের ক্ষতি হয়েছে।