মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে এনএসআই’র সাবেক ডিজি মো. ওয়াহিদুল হককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিএনপি সরকারের আস্থাভাজন এই কর্মকর্তা এনআইএর ডিজি হওয়ার আগে পাসপোর্ট অধিদপ্তরের ডিজি ও বাংলাদেশ পুলিশ এর ডিআইজি ছিলেন।
ওয়াহিদুল হকের ২৮ মার্চ ১৯৭১ সালে রংপুর ক্যান্টনমেন্টে ৫/৬ মানুষকে মেশিনগানে হত্যার অভিযোগ রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের আবেদনের পরিপ্রেক্ষিতেই মো. ওয়াহিদুল হককে গ্রেফতার করা হলো।