আফগানিস্তানে তিন ভাইকে শিরশ্ছেদ করে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। এই তিন ভাই চিকিৎসা পেশার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এই ঘটনা ঘটেছে। সোমবার এক প্রাদেশিক কর্মকর্তা এ কথা জানান।
নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, চাপারহার জেলায় শনিবার রাতে ওই তিন ভাইকে হত্যা করা হয়।
নিহতদের মধ্যে বড় ভাইয়ের নাম নিসার তারেলিওয়াল(২৭)।তিনি একজন চিকিৎসক ছিলেন। একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতেন তিনি। মেজভাই নায়িম(২৪)টিকা কর্মসূচির প্রচারক ছিলেন। আর ছোট ভাইয়ের নাম আব্দুল ওয়াহাব(১৯), তিনি মেডিকেলের ছাত্র ছিলেন।
খোগিয়ানি জানান, নিহতদের পিতাও একজন চিকিৎসক ছিলেন। তাঁকে গত বছর একই কায়দায় শিরশ্ছেদ করে হত্যা করেছিল আইএস।
প্রসঙ্গত, পাকিস্তানের সীমান্তবর্তী নানগারহার প্রদেশে জঙ্গিগোষ্ঠী আইএসের শক্ত অবস্থান রয়েছে।