দেবহাটা

দেবহাটায় কাল বৈশাখীর তান্ডবে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

By Daily Satkhira

April 24, 2018

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটায় কাল বৈশাখীর তান্ডবে বহু ঘরবাড়ি ভেঙ্গে গেছে। গাছপালা ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন আর ক্ষতি হয়েছে অনেক ফসলী জমির ধান ও আমের। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে আকষ্মিকভাবে এই ঝড়ের তান্ডবে অনেক মানুষের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। দেবহাটার সুশীরগাতী গ্রামের আম ব্যবসায়ী শিবলু জানান, তিনি প্রতিবছর আমের বাগান কিনে ব্যবসা করেন। তার কামটা, দেবহাটা, সুশীলগাতী ও টাউনশ্রীপুর সহ বিভিন্ন এলাকায় আমের বাগান কেনা আছে। সোমবারের ঝড়ে তার কামটা এলাকার আম বাগানের আম গাছের কয়েকটি ডাল ভেঙ্গে গেছে। এতে তার অনেক আম নষ্ট হয়ে গেছে। এছাড়া সকল এলাকায় আম গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে তার আনুমানিক ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। শিবলু জানান, শুধু তিনি না, এলাকার সকল আম ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। দেবহাটা সদরের আম ব্যবসায়ী ঝন্টু কুমারও একই কথা জানিয়ে বলেন, তারও ব্যাপক আমের ক্ষতি হয়েছে। এছাড়া উপজেলার বোরো ধানের অনেক ক্ষতির চিত্র দেখা গেছে। যারা ধান কেটে জমিতে রেখেছিল তাদের ধান পানির নিচে। এছাড়া যারা ধান কাটেনি তাদেরও ঝড়ে ধানের অনেক ক্ষতি হয়েছে। সোমবারের ঝড়ের তান্ডবে গাছ পড়ে এবং বাতাসের কারনে অনেক মানুষের গৃহের ঘরের চাল উড়ে গেছে আবার অনেক ঘর ভেঙ্গে গেছে। গাছ পড়ার কারনে সোমবার রাত ৮ টার পর থেকে মঙ্গলবার বিকাল ৫ টা এই রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুতের দেখা মেলেনি। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে যথা দ্রুত সম্ভব তারা বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টা চালাচ্ছে।