সাতক্ষীরা

সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও নানা রকম পিঠায় উদযাপন হল নবান্ন উৎসব

By daily satkhira

November 16, 2016

নিজস্ব প্রতিবেদক :

আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে নবান্ন উৎসব। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও সদর উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী পিঠা উৎসবে অংশ নেয়। কবি জীবনানন্দ দাশ লিখেছেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়/হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিখের বেশে;/হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কবির এই বাংলায় আজ সেই দিন। অগ্রহায়ণ, নবান্ন উৎসব। শস্যভিত্তিক এই লোক উৎসবে আজ মেতে উঠবে পুরো বাংলা। নতুন ফসল ঘরে তোলা উপলক্ষে বাংলার কৃষকরা এই উৎসবটি পালন করে থাকে। বাড়ির আঙিনাগুলো আজ নতুন ধানের মৌ মৌ গন্ধে ভরে উঠবে। নতুন ধানের চাল দিয়ে তেরি হবে পিঠা, পায়েস, ক্ষীরসহ হরেক ধরনের খাবার। নবান্ন উৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন (সজল), কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি প্রমুখ। আলোচনা সভা শেষে আমন্ত্রিত সকল অতিথিদের মাঝে পিঠা প্রদান করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক পত্মী সেলিনা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্মী শাহনাজ বুলবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পত্মী রঞ্জনা মন্ডল, এমপি পত্মী নাসরিন খান লিপি, শিক্ষক মঞ্জুরুল হক,তৃপ্তি মোহন মল্লিক, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মনিরুজ্জামান মুন্নাসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য মুশফিকুর রহমান মিল্টন।