কলারোয়া

কলারোয়ায় ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণ ক্লাস পরিদর্শনে এমপি লুৎফুল্লাহ

By daily satkhira

April 26, 2018

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষণ ক্লাস আকষ্মিক পরিদর্শন করলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ ও জনপ্রশসান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। ২৬ এপ্রিল বৃহষ্পতিবার বিকাল ৪টা ১০মিনিটে তিনি হঠাৎ কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রশিক্ষণ ক্লাসে উপস্থিত হন। এসময় দেখা যায় উপস্থিত প্রশিক্ষাণার্থী অত্যন্ত নগণ্য। সেখানকার ২টি প্রশিক্ষণ (ক্লাস) রুমে ৪ ভাগের ১ ভাগ প্রশিক্ষনার্থী (শিক্ষার্থী) উপস্থিত ছিলেন। ১টি রুমে রিসোর্স পার্সন (প্রশিক্ষক) ছিলেন আর অপরটিতে নাই। তবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সাথে তিনি পরে উপস্থিত হন। এর পরপরই কলারোয়া মডেল হাইস্কুল ভেন্যুর প্রশিক্ষণ স্পটে যান মুস্তফা লুৎফুল্লাহ এমপি। সেখানে গিয়ে দেখা যায় স্কুলটি তথা প্রশিক্ষণ ক্লাস তালাবদ্ধ। পরে ‘ন্যাশনাল সার্ভিস’ এর কার্যক্রমকে এগিয়ে নেয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে আয়োজিত মিটিং-এ যোগ দেন তিনি। মিটিং-এ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করতে গিয়ে এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গেছে। সেসময় তিনি বলেন- ‘সরকারের লক্ষ্য বাস্তবায়নে এবং বেকারত্ব দূর করতে সরকারি কর্মসূচি পালনে কোন উদাসীনতা সহ্য করা হবে না। দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকার এতো বড় ও সাহসী উদ্যোগ নিয়েছে সেটা কোন ভাবেই নস্যাৎ করা যাবে না।’ আগামিতে যেন এ ধরণের কোন কোন ঘটনা না ঘটে সেজন্য তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে ওই মিটিংএ সংশ্লিষ্ট অফিসারবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউএনও মনিরা পারভীন বলেন- ‘এই ধরণের ঘটনা যাতে না ঘটে সেজন্য সজাগ থাকা হবে এবং ন্যাশনাল সার্ভিস কর্মসূচিকে আরো গতিশীল করা হবে।’