কলারোয়া

কলারোয়ায় তুচ্ছ ঘটনায় দিনমুজুরের হাতে দিনমজুর খুন

By Daily Satkhira

April 27, 2018

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় তুচ্ছ ঘটনায় দিনমুজুরের হাতে দিনমজুর খুন হয়েছে। ২৬ এপ্রিল বৃহষ্পতিবার বিকেলে উপজেলার খোর্দ্দবাঁটরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (২১) খোর্দ্দবাটরা গ্রামের ভ্যান চালক কেরামত আলীর পুত্র। জানা যায়- বৃহষ্পতিবার সকালে মেহেদি হাসান তার প্রতিবেশী একই গ্রামের আব্দুল গফ্ফার গাজীর ছেলে জাহিদ হাসানের সাথে মাঠে ধান কাটার কাজে যায়। মাঠে কাজ কম-বেশী করা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তুমুল বিতর্কে জড়িয়ে পড়ে তারা। পরে মেহেদী মাঠ থেকে বাড়িতে ফিরে আসে। সন্ধ্যার একটু আগে মেহেদী বাড়ি থেকে স্থানীয় সরসকাটি বাজারে যাওয়ার পথে শেখ পাড়ার কাছে পৌছালে জাহিদ হাসান বাঁশের লাঠি দিয়ে মেহেদীর মাথার পিছন অংশের ঘাড়ে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে মেহেদী জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া হাসপতালে নিয়ে গেলে মৃত ঘোষনা করেন হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আরএমও শফিকুল ইসলাম। খবর পেয়ে কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ ও সরসকাটি পুলিশ ক্যাম্পের এসআই মাজরিহা হোসাইন, জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল-মাসুদ দ্রুত ঘটনাস্থলে আসেন। এ ঘটনায় নিহতের চাচা মাস্টার হাবিবুল ইসলাম বাদি হয়ে জাহিদ হাসান (২৫)কে আসামি করে কলারোয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। জানা গেছে- নিহত মেহেদি হাসান ঢাকার একটি গার্মেন্টেসে কাজ করতো। প্রায় ২০দিন আগে সে বাড়িতে আসে। সম্প্রতি ধানা কাটার মৌসুমে মাঠে গিয়ে কামলা (জন) হিসেবে দিনমজুরের কাজ করতো।