কোরিয়া যুদ্ধের পর উত্তর কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার ‘মিলিটারি ডিমার্কেশন লাইন’ অতিক্রম করে দক্ষিণের মাটিতে পা ফেললেন কিম জং উন। দুই কোরিয়ার সীমান্তবর্তী পান মুঞ্জাম গ্রামে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানান দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে ইন।
এরপর শুরু হয় সেই ঐতিহাসিক বৈঠক।