সাতক্ষীরা

সাতক্ষীরার পলাশপোলে বাড়ীর সামনে পৌরসভার রাস্তা উঁচু করে ঢালাই

By daily satkhira

April 28, 2018

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের পলাশপোল বউ বাজার এলাকায় এক খাদ্যগুদাম কর্মকর্তা বাড়ীর সামনে পৌরসভার রাস্তা ইট ও বালি দিয়ে ঢালাই করে উঁচু করায় চলাচল বিঘিœত হচ্ছে। ফলে দেড় মাসেরও বেশি সময় ধরে জনদুর্ভোগ বেড়েছে। পলাশপোল বৌবাজার এলাকার কয়েকজন বাসিন্দা জানান, খলিলুর রহমানের ছেলে পাটকেলঘাটা খাদ্যগুদাম কর্মকর্তা তৈয়েবুর রহমান পৈতৃক সূত্রে পলাশপোল বৌ বাজার এলাকায় বসবাস করে আসছেন। দেড় মাস আগে। তিনি ব্যক্তি সুবিধার্থে তার বাড়ির সামনে পৌরসভার ড্রেনের পাশে তিন ইঞ্চি গেথে রাস্তার উপর ইট ও বালি ফেলে উঁচু করেন। এতে চলাচলের সমস্যা হচেছ জানালে তিনি পারলে কিছু করার থাকলে করে নেবেন বলে বাড়ির ভিতরে ঢুকে যান। বিষয়টি ৯নং পৌর কাউন্সিলর শফিক- উদ দৌলা সাগরকে জানালে তিনি সরেজমিনে ঘটনাস্থলে আসেন। নিয়ম বহির্ভুতভাবে এটা করা হয়েছে এমন অভিযোগ করায় তৈয়বুর রহমান ওই কাউন্সিলরের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। একপর্যায়ে তিনি অপমানিত হয়ে চলে যান। সম্প্রতি তৈয়বুর ওই রাস্তা উঁচু করে ঢালাই করে দিয়েছেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, লম্বা রাস্তার মধ্যবর্তী স্থানে স্বাভাবিক অবস্থা থেকে এক ফুটের মত উঁচু করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে মোটর সাইকেল, সাইকেল ও মানুষ চলাচল হুমকির মুখে পড়েছে। প্রতিদিনই বাড়ছে ছোট খাটো দুর্ঘটনা। প্রতিকার না পেয়ে অনেকেই গালি গালাজ করতে করতে এলাকা ছাড়ছেন। বিষয়টি নিয়ে পৌরসভার উদ্যোগ নেওয়া উচিত। জানতে চাইলে পৌর কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর জানান, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে তিনি অসহায় হয়ে ফিরে আসেন। তৈয়বুর রহমান তার সঙ্গে যে আচরণ করেছেন তা অস্যেজন্যমূলক। জানতে চাইলে পলাশপোল বৌ বাজার এলাকার তৈয়বুর রহমান বাবু বলেন, দীর্ঘদিন ধরে তাদের বাড়ির ভিতরকার টিউবওয়েলের পানি স্থানীয়রা পান করতেন। সেকারণে টিউবওয়েলটি বাইরে বসিয়ে দিয়ে জনস্বার্থে রাস্তাটি উুঁচ করে ঢালাই দেওয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে তাকে কোন বাধা দেওয়া বা কাউন্সিলরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ সঠিক নয়।